
বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি পেলে
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে এসেছেন প্রখ্যাত বক্সার মোহাম্মদ আলী, এসেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। এবার বাংলাদেশে আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ‘কালো মানিক’ পেলে।
সামনের অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যেকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকা আসবেন বিশ্ব ফুটবলের এই সুপারস্টার।
ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর হয়ে শুরু থেকেই খেলছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি জানান, মূলত বাংলাদেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দর্শকদের ফুটবলমুখী করতেই ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস পেলেকে নিয়ে আসছে।
ads