2026

কুমিল্লা জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা যে কোন সময়ের চেয়ে ভালো রয়েছে। আসন্ন আশুরার মিছিল যেন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবে আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ। উম্মোক্ত আলোচনায় বুড়িচং উপজেলা চেয়ারম্যান দেবপুর ফাড়িকে তদন্ত কেন্দ্রে উন্নতি করার দাবী জানান। রেলওয়ে ওভারপাস থেকে নুরজাহান হোটেল পর্যন্ত ডিভাইডারের রেলিং দিয়ে সড়ক দূর্ঘটনার হার কমার আহবান জানান সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান। মেঘনার বালু মহলের এরিয়া ব্যাতীত একফুট বালু ও যেন ইজারাদাররা নিতে না পারে সেদিকে কঠোর ব্যাবস্থা গ্রহনের আহবান জানান মেঘনা উপজেলা চেয়ারম্যান- রতন শিকদার। মহাসড়কের শল্প দুরত্বে চলাচলের জন্য মিনিবাস নামানোর জন্য পরিবহনের মালিকদের আহবান জানান হাইওয়ে পুলিশ সুপার।

ads

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমাব জানান কুমিল্লায় সরকারী বেসরকারী হসপিটাল থেকে ১১২৯ জন সেবা গ্রহন করেছে। ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা কমে আসলে ও সবাইবে সচেতন থাকতে হবে।

পুলিশ সুপার জানান গতমাসে হত্যা ৯ টি,অস্ত্র উদ্বার ৪ নারী ও শিশু নির্যাতন ৩৮ এবং মাদক আইনে ২৬৭ সহ ৫০১ টি মামলা হয়েছে পুরো কুমিল্লা জেলায়।

ads

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী, উপজেলা চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

ad

পাঠকের মতামত