পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এই মানববন্ধন করে।
পরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাজাহান খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, দপ্তর সম্পাদক মোঃ আবু রিমন, হাসানপুর কলেজ ছাত্র-সংসদের সাবেক জি এস সুমন সরকার, ফখরুল সরকার প্রমূখ।
যুগ্ম আহবায়ক বিল্লাল মজুমদারের সঞ্চালনায় বক্তারা এমপি পঙ্কজ দেবনাথকে হেয় প্রতিপন্ন করার যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।