কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও মালামাল আটক
প্রেস বিজ্ঞপ্তি: বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনাকালে ভারতীয় ৫৯ বোতল মদ (৮৮,৫০০/-), ৩১০ টি ইয়াবা ট্যাবলেট (৯৩,০০০/-), ১৭০ বোতল ফেন্সিডিল (৬৮,০০০/-), ০৬ টি বিয়ার ক্যান (১,৫০০/-), ৪৪৪ প্যাকেট তাস (৪৪,৪০০/-), ৮০,০০০ টি ডিকলোপার ট্যাবলেট (১৬,০০,০০০/-), ৫৮২ টি চকলেট (৩১,৮০০/-) এবং ২ টি গরু (৫০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৯,৭৭,২০০/- (ঊনিশ লক্ষ সাতাত্তর হাজার দুইশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
ads