1551

কুমিল্লায় হাতবাধা অজ্ঞাত যুবতীর গলা কাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ভাগলপুরের ঝোলাই গ্রামের একটি জমি থেকে ওই নারীর মর দেহ উদ্ধার করা হয়।

ads

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে থানা পুলিশ।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ঘাতকদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তকারি সংস্থা পিবিআই।

ads
ad

পাঠকের মতামত