1500

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছে বাংলাদেশ

ওবায়দুল কাদেরবাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে নিজের বাসভবনে আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন তার প্রশংসা করেন তিনি। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে গড়ে উঠছে বলেও উল্লেখ করেন।

১৬ জনের প্রতিনিধি দল নিয়ে তিনদিনের ভারত সফরে গিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দিল্লি পৌঁছনোর পর বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। তারপর বৃহস্পতিবার সকালে নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকের শুরুতে ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন আসাদুজ্জামান খান।

ads
ad

পাঠকের মতামত