ডেঙ্গু আক্রান্তদের ১ ফ্লোরে চিকিৎসার জন্য হাজী বাহারের নির্দেশ
রবিবার সকাল সাড়ে ১০টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসারত রোগীদের অবস্থার খোজ খবর নিতে কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে উপস্থিত হন কুমিল্লা সদর-(০৬) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
সাংসদ হাজী বাহার হসপিটালে লক্ষ করেন, হসপিটালের একাদিক ফ্লোরে অন্যান্য রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এই বিষয়টিকে আমলে নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সকল রোগীকে এক ফ্লোরে এনে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোজ খবর নেন। পরে রোগী ও ডাক্তারদের সামনে থেকেই কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলেন এবং আগামীকাল হতে এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ১০ জন পরিচ্ছন্নকর্মী ও মশা নিধনের ঔষধসহ একটি টিম কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে সার্বক্ষণিক দায়িত্ব পালনে নিয়োজিত করতে বললে, মেয়র সম্মতি জ্ঞাপন করেন। পরিশেষে হাসপাতাল ও ডাক্তারদের কাজে সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং আত্ম মানবিকতার সর্বচ্চো প্রচেষ্টা দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেন।