
কুমিল্লায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যেগদান করে। আওয়ামী লীগ সরকারের কর্মকান্ডের প্রতি আস্থা জ্ঞাপন করে পাঁচথুবী ইউনিয়নের যুবদলের সভাপতি মোঃ ফারুক আহাম্মেদের নেতৃত্বে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মী কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের হাতে ফুলের নৌকা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
শনিবার সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল হাই বাবলু, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান জনাব এড. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক জনাব সায়েরীন সায়ের, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান হিরন, পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন রনি, পাঁচথুবী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা পারভেছ লস্কর, মোঃ খোরশেদ, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জনাব সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক নাঈমুল হক হিমেল ও নূর মোহাম্মদ সোহেলসহ অন্যান্যরা