মুরাদপুরে আত্নউন্নয়ন সমিতির মতবিনিময় সভা
কুমিল্লা সদর-(০৬) আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশনায়, আজ শুক্রবার দুপুর ২ ঘটিকায় ১৪নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুরে আত্নউন্নয়ন সমিতির দল নেত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব আবদুল্লাহ আল-মাহমুদ সহিদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব আবুল কালাম আজাদ হাসান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নুরজাহান আলম পুতুল, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য জনাব মহসিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন মিনু, কামাল হোসেন, দুলাল খাঁন, তাজুল ইসলাম খাঁন, জাহিদুল হকসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।