কুমিল্লায় মডেল ফার্মেসী লাজফার্মা লিমিটেড’র শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ঔষধ সেবাকে বিশুদ্ধভাবে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বাংলাদেশ সরকারের প্রথম মডেল ফার্মেসী হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত ‘লাজফার্মা লিমিটেড’ ঔষধ ও ডিপার্টমেন্টাল ষ্টোর কুমিল্লা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা লাজফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সওগাত মাহমুদের সভাপতিত্বে কুমিল্লা মনোহরপুরের এভারগ্রীণ খাদি মিউজিয়াম ভবনে ফিতা কেটে শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ঔষধের বাজারের নকল-ভেজালের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষনা করেছে। এ যুদ্ধে বিজয় আমাদের সুনিশ্চিত। আমদের দেশে নকল ঔষধের ছড়াছড়ি হয়ে গেছে। বাজারে ঔষধ কিনতে গেলে ভয় হয়। ভেজাল ঔষধের কারনে আমাদের দেশের অধিকাংশ মানুষ মৃত্যু বরন করছে। আমার মনে হয় লাজফার্মাই একমাত্র প্রতিষ্ঠান ভেজাল ঔষধ দেওয়ার চেষ্টা করে না। আমি সবসময় বলে থাকি, ‘কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ’। আমাদের বিশ্বাস কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য লাজফার্মা আমাদের পাশে এসে দাঁড়াবে। কুমিল্লার মানুষেরা ভাল ঔষধ ব্যবহার করতে পারবে, সেজন্য লাজফার্মা কুমিল্লাতে যারা এনছেন তাদেরকে কুমিল্লার মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমারা কুমিল্লার সকল মানুষ চাই সুন্দর সু-স্বাস্থ্য সেবা। হসপিটাল সেক্টর, মেডিসিন সেক্টর এবং ডাক্তার সেক্টর এই তিনটি সেক্টর সঠিকভাবে একত্রিত হয়ে কাজ করলে মানুষ সঠিক সু-স্বাস্থ্য সেবা পাবে। আমাদের কুমিল্লার নতুন সংযোজনের আমারা আপনাদের স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের ভাল ঔষধ দিয়ে সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাজফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফুর রহমান ও কুমিল্লা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোঃ শফিকুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য মোঃ রতন মিয়া, বিশুদ্ধ খদ্দর ভান্ডারের সত্ত্বাধিকারী প্রদীপ সাহা, ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, মহানগর আওয়ামীলীগ নেতা সায়েরীন শায়ের, মোঃ শাহআলম, ফারুক মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।