কিংবদন্তি হাদীর কণ্ঠের অপেক্ষায় আসিফ
হয়নি বলা কখনও ভালোবাসি কত/হয়নি জানা তোমার বুকে কী ক্ষত/জ্বালাতে সুখের আলো/রাখতে আমাদের ভালো/ছুঁটে চলেছো অবিরত/বাবা, কেউ নেই তোমারই মতো/বাবা, কেউ নেই তোমারই মতো- এমন কথার গানটিতে কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠের অপেক্ষায় এখন বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ। ১১ আগস্ট হাদী দেশের বাইরে যাবেন। তার আগেই গানটিতে কণ্ঠ দিবেন হাদী। তিনি গাওয়ার পরেই গানটিতে কণ্ঠ দেবেন আসিফ। হাদীর সঙ্গে এমন বিষয়ভিত্তিক একটি গান করা নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ।
বাবা-ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘কথোপকথন’ শিরোনামের গানটি। বাবা-ছেলের সম্পর্ক নিয়ে গানটি লিখেছেন গীতিকবি সুহৃদ সুফিয়ান। সুর-সঙ্গীতায়োজনে গায়ক-সঙ্গীত পরিচালক কিশোর দাস।
প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে স্টুডিও ভার্সন ভিডিওতে প্রকাশ পাবে ‘কথোপকথন’ শিরোনামের গানটি।