1327

বারভিডার সভাপতি বরুড়ার আব্দুল হক

সোমবার বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)’র কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মধ্য থেকে ১২টি কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় আব্দুল হক সভাপতি নির্বাচিত হয়েছেন বলে বারভিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।আব্দুল হক বারভিডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরে আরও এক মেয়াদে তিনি সভাপতি ছিলেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি সভাপতি নির্বাচিত হলেন।

বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এন.এস. অটোমোবাইলস এর স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল ইসলাম সেক্রেটারী জেনারেল নির্বাচিত হন।

ads

নির্বাচিত তিনজন ভাইস প্রেসিডেন্ট হলেন –এস.এম. আনোয়ার সাদাত, মোহাঃ সাইফুল ইসলাম ও মোঃ জসিম উদ্দিন মিন্টু । জয়েন্ট সেক্রেটারী জেনারেল এম. এ. হাসিব (হাসনু) ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার মোঃ সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী খন্দকার আব্দুল মুমিন (পাপ্পু), পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারী ফরিদ আহমেদ, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারী ডা. হাবিবুর রহমান খান এবং কালচারাল সেক্রেটারী বেনজির আহমেদ।

ads

কার্যনির্বাহী পরিষদ সদস্যরা হলেন- আবু হোসেন ভূইয়া (রানু), সৈয়দ জগলুল হোসেন, মোঃ জিয়াউল ইসলাম, মোঃ নাজমুল আলম চৌধুরী, আহসানূর রহমান আরজু, মোঃ ইউনূছ আলী, কাউছার হামিদ, মোঃ আসলাম সেরনিয়াবাত, আব্দুল আওয়াল, বেলায়াত হোসেন, জহির উদ্দিন মোঃ বাবর চৌধুরী, মোঃ আনিছুর রহমান খান ও মোঃ মাহবুবুর রহমান।

এরআগে শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অরনেট হোটেলে ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নির্বাচনে আব্দুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে।
পরিচালনা পর্ষদের ২৫ জনের মধ্যে ২২ জনই বিজয়ী হয়েছে এই প্যানেল থেকে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অরনেট হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। মধ্যরাতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

২০১৯-২০ মেয়াদের এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতৃত্ব দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ও বারভিডার সাবেক সভাপতি মালিক আব্দুল হক, যিনি হকস বের মালিক। অপর প্যানেল সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন অটোকন গ্রুপের আবদুল হামিদ শরীফ।

এছাড়া নয়জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি নির্বাচিত হওয়ার আব্দুল হক বলেন, রিকন্ডিশন্ড গাড়ির মূল্য মধ্যবিত্তের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।বিদ্যমান শুল্কে গাড়ির দাম কমবে না, তবে মধ্যবিত্তের স্বপ্ন একটি গাড়ি। এ লক্ষ্যে রূপকল্প-২০২১ সামনে রেখে গাড়ির দাম কমানো প্রয়োজন। কমপক্ষে ১২৭ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে গাড়ি আমদানিতে।

“অথচ এই শুল্ক পর্যায়ক্রমে কমিয়ে আনা হলে মধ্যবিত্তরা সহজে গাড়ি কিনতে পারবেন। সেই কাজটিই করার উদ্যোগ নেব।”

নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদকে বিজয়ী করায় সব ভোটারকে ধন্যবাদ জানান আব্দুল হক।

ad

পাঠকের মতামত