1289

ব্যারিস্টার রফিকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুমিল্লা আইনজীবী সমিতির ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট নূর-এ আলমের সৈজন্যে তাঁর চেম্বারে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই। দোয়ার অনুষ্ঠানে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আশু রোগমুক্তিসহ তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা, এডভোকেট সফিকুল ইসলাম, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট আবুল কালাম, এডভোকেট আব্দুস ছাত্তার, এডভোকেট খন্দকার মিজানুর রহমান, এডভোকেট তাজুল ইসলাম, মজনু মিয়া, মিজানুর রহমান, মুরাদ হোসেন, কাজী আব্দুল মান্নান ও জাহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ্য জনীত কারণে বর্তমানে সিঙ্গাপুরের একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার স্ত্রী ড. শাহিদা রফিক।

ads
ad

পাঠকের মতামত