1057

কুমিল্লায় র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫ জুলাই সোমবার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের সময় র‌্যাব-১১ সিপিসি-২ এর বিশেষ নিয়মিত মাদক বিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নয়নপুর পাকা সড়কের কোদালিয়া সাকিনস্থ সরোয়ার আলমের মুদির দোকানের সামনে থেকে সবুজ (২৬) কে ১৭৫০ পিচ ইয়াবা ও ১টি মোবাইলসহ গ্রেফতার করে। মোঃ সবুজ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সবুজ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জানতলা গ্রমের বাচ্চু মিয়ার ছেলে।

ads

র‌্যাব ১১ সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান গ্রেফতারকৃত মোঃ সবুজ (২৬) কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে কুমিল্লা জেলার বুড়িচং থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে নিয়মিত ভারতীয় সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে প্রবেশ করিয়ে ঢাকাসহ সারাদেশে সরবরাহ করে। ১৫ জুলাই ২০১৯ ইং তারিখে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি টহল দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা থেকে নয়নপুর পাকা সড়কের কোদালিয়া সাকিনস্থ সরোয়ার আলমের মুদির দোকানের সামনে কতিপয় ব্যক্তির মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার নামে কয়টি মাদকের মামলা চলমান আছে তাৎক্ষনিক জানা যায়নি । তবে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ad

পাঠকের মতামত