1004

বাংলাদেশের এমপিদের দ্বিতীয় জয়

সংসদ সদস্যদের নিয়ে ইংল্যান্ডে চলমান ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ আরও একটি জয় পেয়েছে। বুধবার (১০ জুলাই) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান সংসদীয় দলকে ১২ রানে হারায় বাংলাদেশ দল। এরপর অল স্টার একাদশকেও পরাজিত করলেন বাংলাদেশের সংসদ সদস্যরা।                                                                                                                                       বৃহস্পতিবার (১১ জুলাই) প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে লক্ষ্য তাড়া করতে নমে ১০৯ রানেই ইনিংস গুটিয়ে যায় অল স্টার একাদশের। ২০ রানে জয় পান বাংলাদেশের সংসদ সদস্যরা।                                        বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে ইংল্যান্ডে চলছে ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮টি দল। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

১২ জুলাই হবে ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল হবে কেন্টের বেকেনহাম ক্রিকেট ক্লাব মাঠে।

ads

 

ads
ad

পাঠকের মতামত