বাংলাদেশসহ বিশ্বব্যাপী মিডিয়ার উন্নয়নে ২৬৫ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর গণমাধ্যমের স্বাধীনতার জন্য দুই কোটি ৭০ লাখ পাউন্ডের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। গত বুধবার লন্ডনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হ্যারিয়েট বল্ডউইন এ সহায়তা ঘোষণা করেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল বৃহস্পতিবার জানায়, যুক্তরাজ্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও মুক্ত রাখার লক্ষ্যে গণমাধ্যম বিশেষজ্ঞ, দাতব্য প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও শিক্ষাবিদদের সহায়তা করবে। একটি কর্মসূচি বাংলাদেশ, ইরিত্রিয়া ও সিয়েরা লিওনের মতো দেশগুলোর স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন খরচ কমানো এবং নতুন অর্থায়ন কাঠামো খুঁজে বের করার মতো আরো ভালো ব্যবসা মডেল প্রণয়নের পথ দেখাবে। আরেকটি কর্মসূচি নেওয়া হয়েছে ঐতিহাসিকভাবে সাংবাদিকরা কম স্বাধীনতা ভোগ করেন—এমন দেশগুলোর কথা মাথায় রেখে। ওই কর্মসূচি সংশ্লিষ্ট দেশগুলোতে শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান গড়তে সমাজের বিভিন্ন গোষ্ঠী ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে উৎসাহী করবে।