কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তায় ২০ সিসি ক্যামেরা
কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তায় ২০ সিসি ক্যামেরা ও সাউন্ডসিষ্টেম স্থাপন করা হয়েছে। কুমিল্লা জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সাউন্ডসিষ্টেম ও ২০টি সিসি ক্যামারা স্থাপন করা হয়।
৯জুলাই মঙ্গলবার জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ এগুলো পরিদর্শন করেন। আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ বলেন, গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এছাড়া বিদ্যালয়ের সাথেই রয়েছে কুমিল্লা ধর্ম সাগর ও কুমিল্লা সিটি পার্ক। এখানে যেহেতু সর্বসাধারনের বিচরণ তাই বিদ্যালয়ের নিরাপত্তার কথা চিন্তা করে সিসি ক্যামারা স্থাপন করা হয়েছে। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে শনাক্ত করতে সিসি ক্যামেরা স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। জেলা পরিষদ ক্যামেরা স্থাপন করলেও এর রক্ষাবেক্ষণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকা ও অভিবাবকসহ সকল শ্রেণীর মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ ভুইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ।