785

কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমি সংস্কারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ সংস্কার, বিদ্যুৎতের ট্রান্সফরমার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মানের দাবিতে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা জেলা সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমির সামনে গ্র্যান্ট ট্রাংক রোডের পাশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার প্রায় শতাধিক সংস্কৃতি কর্মীসহ অন্যান্যরা অংশ নেয়।

ads

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন হাসিম আপ্পু, শাহজাহান চৌধুরী, সম্মিলিত নাট্য জোটের সভাপতি মাহফুজুর রহমান বাবুলসহ অন্যান্যরা। বক্তারা বলেন জেলা শিল্পকলা একাডেমি ১বছর ৪মাস যাবৎ বিদ্যাুৎবিহীন। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিল্পচর্চা। আমাদের সকলের একটাই দাবী যাতে অতি দ্রুত  কুমিল্লা শিল্পকলা একাডেমীতে পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ, বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন ও একাডেমির সংস্কার কাজ করা হয়।আমরা আশা রাখি আমাদের দাবীগুলো পূরণ করলেই ফিরে আসবে আবার পুরোনো সেই কুমিল্লা শিল্পকলা একাডেমীর  প্রাণ।

পরে সকল সাস্কৃতিক অঙ্গ-সংগঠনের কর্মীদের নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

ads
ad

পাঠকের মতামত