734

নাট্যজোট কুমিল্লার অভিষেক ও নাট্যগুরু পদক প্রদান

নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে কুমিল্লার নবগঠিত সম্মিলিত নাট্যজোটের অভিষেক ও নাট্যগুরু পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জোট সভাপতি মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লার বিশিষ্ট নাট্যজন শাহজাহান চৌধুরীকে জোটভূক্ত নাট্য সংগঠন নাট্যকর্মীদের পক্ষ হতে নাট্যগুরু পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঞা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী চন্দন রেখা ও সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর, শান্তনু। এছাড়া ভারত থেকে আগত থিয়েটার বিষয়ক গবেষক ড. আশিষ গোস্বামী ও ভারতের ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচার্য।ওই দিন বিকেলে ভারত থেকে আগত থিয়েটার গবেষণা ড. আশিষ গোস্বামী ও অভিক ভট্টাচার্যের “বিষয়: থিয়েটার” আলোচনা ও জিজ্ঞাসা পর্বে কুমিল্লার প্রায় ৮০ জন নাট্যকর্মী অংশগ্রহন করেন। শুরুতে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য মৌসুমী সরকারের সঙ্গিত ও সবশেষে ভিসিটির নাটক বুদ্ধি নাই বুদ্ধি চাই, প্রতিবিম্ব থিয়েটারের হোম সার্ভিস এবং বাবুল বাউলের একক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন ও সংগঠিত করেন জোটের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আশিক পায়েল।

ads
ad

পাঠকের মতামত