710

ছাত্রদলের প্রার্থী হওয়ার যোগ্যতা

ছাত্রদলের কাউন্সিল আগামী ১৫ জুলাই। কাউন্সিলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট দেবেন কাউন্সিলররা। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। একই সাথে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার যোগ্যতাও প্রকাশ করা হয়েছে।

প্রার্থী হওয়ার যোগ্যতা: প্রার্থীকে ২০০০ সালের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। তবে রেজিষ্ট্রেশন অবশ্যই ১৯৯৮ সালের হতে হবে। সেক্ষেত্রে প্রমাণের জন্য এস এস সি ও সমমানের পরীক্ষা পাশের সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন কপি জমা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রত্ব আছে এমন প্রমাণ পত্র অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে এবং পাশের সার্টিফিকেট এর সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রমাণের জন্য সকল সার্টিফিকেটের মূলকপি সাথে আনতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

ads

প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ইউনিট থেকে প্রাথমিক সদস্য সাবেক অথবা বর্তমান পদের প্রত্যায়ন পত্র দাখিল করতে হবে। যদি কোন প্রার্থী কাস্টিং ভোটের ১০ শতাংশ ভোট না পায় তাহলে পরবর্তী কমিটিতে কোন ভাবেই অন্তর্ভূক্ত হতে পারবে না। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৫ কপি রঙ্গিন ছবি সত্যায়িতসহ দাখিল করতে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

ads
ad

পাঠকের মতামত