573

বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লা জেলার বিবির বাজার আইসিপির বিপরীতে ভারতের শ্রীমান্তপুর এলসিএস এ বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন ২০১৯ তারিখ ১১৩০ ঘটিকা হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে শ্রীমান্তপুর এলসিএস নামক স্থানে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, পিবিজিএম এবং প্রতিপক্ষ ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী গনেশ কুমার এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে অধিনায়ক কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর নের্তৃত্বে সংশ্লিষ্ট কোম্পানী, বিওপি এবং পোষ্ট কমান্ডারগণ অংশগ্রহণ করেন।
বর্ণিত পতাকা বৈঠকে উভয় পক্ষ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, আইসিপির উন্নয়নমূলক কর্মকান্ড এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুস্মরণ করার বিষয়ে একমত পোষন করেন।
এছাড়াও বিজিবি-বিএসএফ সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার এর মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

ads
ad

পাঠকের মতামত