544

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ-অটোরিক্সা সংঘর্ষ ; নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার যাত্রাপুরে পিকআপের ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
আজ মঙ্গলবার দুুপুর সোয়া ১২ টার দিকে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের যাত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার যাত্রাপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে সিরাজ মিয়া (৬৫) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী (৪০)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজুর রহমান জানান, উপজেলার মুন্সিরহাট থেকে কিরণ খালগামী একটি পিকআপ ঘটনাস্থলে এলে বিপরীতগামী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটো যাত্রী আইয়ুব ঘটনাস্থলেই নিহত হন। আহত পাঁচ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার ও মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার করা হলেও পিকআপ চালক পালিয়ে গেছে।

ads
ad

পাঠকের মতামত