কুয়েতে মোটরবাইক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
কুয়েত মোটরবাইক দুর্ঘটনায় আহত রাকিবুল হোসেন নামে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল গাজিপুরের কাসেমপুর সুরাবাড়ী ৫ নং ওয়ার্ডের মো. আবুল কালামের ছেলে।
নিহতের মামা মোহাম্মদ শরিফ বলেন, আমারা ভাগিনা এক বছর আগে ফ্রী ভিসা নিয়ে কুয়েতে আসে। চার ভাই বোনের সবার বড় রাকিবুল। সে একটি কোম্পানিতে মোটরবাইকে মালামাল ডেলিভারী দেয়ার কাজ করতো। ১৭ মে রাত ৮ টায় ডেলিভারী দিতে গিয়ে ৬ নং রোডে মিসিলা এলাকায় পেছন থেকে একটি গাড়ী ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে মোবারক আল কাবীর হাসপাতালে (আই.সি উ) তে ভর্তি করা হয় । শুক্রবার (১৪ জুন) সকাল ৭ টায় সে মারা যায়। আইনী প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব লাশ দেশে পরিবারের কাছে পাঠানো ব্যবস্থা চলছে। বর্তমানে তার মরদেহ হাসপাতলের হিমাগারে রাখা হয়েছে।
ads