212

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গত মঙ্গলবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল-মাহমুদ সহিদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজল খান, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আ ক ম আবদুল আজিজ সিহানুক, যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খান প্রমুখ।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কুমিল্লা কেন্দ্রের সম্মানী সম্পাদক ও কুপই মেকানিক্যাল টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী রহমত উল্লাহ কবীর, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি কুপই শাখার সভাপতি মোঃ আলী আজ্জম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার কবীর হোসেন, ২৪নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আক্তার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হানিফ, সেক্রেটারী আবু সাঈদ, ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান, কুপই শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ আলী, কুপই শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদসহ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কুমিল্লা মহানগর ও ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন বলেন বাংলাদেশ ছাত্রলীগ কুপই শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে আগত সকলকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে মাহে রমজানের স্বাগতম জানাচ্ছি। তিনি বলেন বাংলাদেশের সকল ইতিহাসের সাথে বাংলাদেশ ছাত্রলীগের অবদান রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল নেতাকর্মীকে জীবন গঠনের আহ্বান জানান। পরে তিনি সকলকে জননেত্রী শেখ হাসিনা সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখার লক্ষ্যে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আরো আহ্বান জানান।

ad

পাঠকের মতামত