বাঁশখালীতে আগুন, পুড়ে ছাই হলো ৯ দোকান
স্টাফ রিপোর্ট: বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের কে বি বাজারে আগুনে পুড়েছে ৯টি দোকান। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর মালিকানাধীন ফার্মেসী, হোমিও ওষুধের দোকান, লাইব্রেরি, স্বর্ণের দোকান, হার্ডওয়্যার সামগ্রী, পানের দোকান, কসমেটিক্স, জুতা ও কাপড়ের দোকান পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। পরে চট্টগ্রাম স্টেশনের গাড়ি গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা। ক্ষতিগ্রস্ত বাসু দাশ জানান, হঠাৎ আগুনে তার কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এখন নিঃস্ব।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীনসহ প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।