188

এবার ইংল্যান্ডের বিশ্বকাপ জার্সি উন্মোচন হলো

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৮ দিন বাকি। এই আসরকে সামনে রেখে অংশ নেওয়া দলগুলোর উত্তেজনা তুঙ্গে। শেষ সময়ের প্রস্তুতি-পরিকল্পনা নিয়ে ব্যস্ত দেশগুলো। তবে বিশ্বকাপের মাত্রা শুধু ব্যাটে-বলেই সীমাবদ্ধ নয়। এই বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিটি দেশ যে জার্সি তৈরি করে তাতেও থাকে বিশেষ কোনো বার্তা। এবারের ক্রিকেট বিশ্বকাপে সমুদ্র বাঁচানোর আহ্বান জানিয়ে সবচেয়ে আলোচিত জার্সি নিয়ে এসেছে শ্রীলঙ্কা। তেমনি স্বাগতিক ইংল্যান্ডও তাদের জার্সিতে ফিরিয়ে আনলো ১৯৯২ সাল।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে মঙ্গলবার। এই জার্সি আলোতে আসার সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে আসে। কারণ এটি দেখতে অনেকটাই তাদের ১৯৯২ সালের বিশ্বকাপ জার্সির মতো।

ads

সে বছর দুর্দান্ত খেলে ইংল্যান্ড পৌঁছায় ফাইনালে। যদিও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হারতে হয়। তবুও সেই দুর্দান্ত সময়কে স্মরণে রেখেই আসন্ন বিশ্বকাপের জার্সি তৈরি করেছে ইংল্যান্ড। হালকা নীলের সঙ্গে আরও চারটি নানান শেডের মিশেলে তৈরি হয়েছে এই জার্সি।

ads
ad

পাঠকের মতামত