49621

সেনাবাহিনীতে আকৃষ্টে ‘চুল ছোট করার নিয়ম’ শিথিল হচ্ছে জাপানে

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে যারা এখন থেকে সেনাবাহিনীতে যোগ দেবেন তারা চাইলে বড় চুল রাখতে পারবেন। মূলত তরুণদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সেনা সংখ্যার দিক দিয়ে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে জাপান। আর এমন সময়ই এই ব্যতিক্রম ঘোষণা আসল।

ads

এর আগে পুরুষদের ক্ষেত্রে চুল একেবারে ছোট (বাজ কাট) করার নিয়ম ছিল। অপরদিকে নারীরা চুল ঘাড় পর্যন্ত রাখতে পারতেন।

তবে আগামী এপ্রিল থেকে এই নিয়ম শিথিল করা হবে। ওই সময় থেকে চাইলেই নতুন সেনারা চুল বড় রাখতে পারবেন।

ads

পুরুষদের ক্ষেত্রে নিয়ম হলো— তারা পেছন ও পাশের দিকে ছোট এবং মাঝে দিয়ে বড় চুল রাখতে পারবেন।

অপরদিকে নারীরা লম্বা চুল রাখতে পারবেন। কিন্তু যখন তারা পোশাক পরিহিত অবস্থায় থাকবেন তখন চুল বেঁধে রাখতে হবে এবং এটি ঘাড়ের নিচে যেতে পারবে না। এছাড়া হেলমেট বাধার ক্ষেত্রেও চুল কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।

জাপানি বার্তাসংস্থা কায়োদো নিউজ জানিয়েছে, গত জানুয়ারিতে সেনাবাহিনীর সৈন্য সংখ্যা বৃদ্ধি নিয়ে বৈঠক হয়। ওই সময় চুল ছোট করার সিদ্ধান্ত শিথিলের ব্যাপারে কথাবার্তা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সেনাবাহিনী মূলত আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। তারা কোনো দেশে হামলা চালায় না বা চোখ রাঙানিও দেয় না।

তবে জাপানের দুই পার্শ্ববর্তী দেশ চীন ও উত্তর কোরিয়া দ্রুত সময়ের মধ্যে তাদের সেনা সংখ্যা বৃদ্ধি করছে। তাদের সঙ্গে এখন তাল মেলাতে পারছে না জাপান। এ কারণে তরুণদের সেনাবাহিনীতে আকৃষ্ট করতে দেশটি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: বিবিসি

ad

পাঠকের মতামত