49504

হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯৮ বছর বয়সী এ নেতা ২০২১ সালের ডিসেম্বরে ও ২০২২ সালের জানুয়ারিতেও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ads

এর আগে মঙ্গলবার মাহাথিরের প্রেস মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংক্রমণে আক্রান্ত মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইন্সস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে হাসপাতালে থাকার কারণে আদালতে দেশটির বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না মাহাথির। বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছে।

ads

সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগের কারণে মাহাথিরকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে তিনি আবার দেশটির প্রধানমন্ত্রী হন। এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।

ad

পাঠকের মতামত