49507

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা করবে তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসাথে কাজ করতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান ও ব্রাজিল।

মঙ্গলবার ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সভাপতি রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, ২৯তম সভাপতি রাষ্ট্র আজারবাইজান ও ৩০তম সভাপতি রাষ্ট্র ব্রাজিলের সঙ্গে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

ads

বিবৃতিতে বলা হয় দেশ তিনটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বিশ্বের গড় তাপমাত্রার বৃদ্ধির মান শিল্পায়নের আগের সময়ের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে।

এর আগে গত ১২ ডিসেম্বর দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন কনফারেন্স অব পার্টিজ বা কপ-২৮ এ একটি নতুন চুক্তির বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে, যাতে প্রথমবারের মতো তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানী থেকে সরে আসার জন্য দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।

ads
ad

পাঠকের মতামত