36472

জাপানের প্রধানমন্ত্রী কোভিড আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড ভাইরাসে আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। পরীক্ষায় রোববার তার এই সংক্রমণ ধরা পড়ে। এর ফলে তিনি তিউনিশিয়ায় অনুষ্ঠেয় টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট-এ যোগ দেয়া বাতিল করবেন বলেই মনে হচ্ছে। বর্তমানে সরকারি বাসভবনে অবস্থান করছেন। সবেমাত্র তিনি এক সপ্তাহের ছুটি শেষ করেছেন।সোমবার কাজে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু শনিবার কাশি ও জ্বর দেখা দেয়। ফলে রোববার সকালে পিসিআর টেস্ট করা হয় তার। বিকালে ধরা পড়ে কোভিড পজেটিভ। মন্ত্রীপরিষদের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন।

জনসংযোগ বিষয়ক কেবিনেট সেক্রেটারি শিকাতা নোরিয়ুকি আরব নিউজকে বলেছেন, অন্যদের মতোই একই আইসোলেশন সময় কাটাবেন প্রধানমন্ত্রী। এর অর্থ হলো ৩১শে আগস্ট পর্যন্ত তাকে আইসোলেশনে থাকতে হবে।

ads

এর অর্থ ওই সামিটে তার সফর বাতিল হওয়ার ইঙ্গিত। আগামী ২৭ ও ২৮ আগস্ট এই সম্মেলন হতে যাচ্ছে। ফলে কিশিদা এতে অনলাইনে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। তার ওই সফরে সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ সফরে যাওয়ার কথা ছিল।

ads
ad

পাঠকের মতামত