29821

বিরামপুরে হানাদার মুক্ত দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়োজনে ও বিরামপুর প্রেসক্লাব এবং দৈনিক আজকের পত্রিকার সহযোগিতায় আলোচনা সভা, শোভাযাত্রা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টার সময় বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে আজকের পত্রিকা বিরামপুর প্রতিনিধি মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা নির্বাহী কর্মকতা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি একেএম শাহজাহান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা আবু বক্বর ও গোলাম মোস্তফা, বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা, উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সদস্যগণসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের বিরামপুর মুক্ত হওয়ার আগে উপজেলার কেটরাহাটে লোমহর্ষক ও সম্মুখ যুদ্ধে ৭ জন পাকিস্তানী পাকহানাদার বাহিনী এবং ১৬ জন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর অবশেষে ৬ই ডিসেম্বর বিরামপুর শত্রু মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় বলে জানান এবং মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে বিরামপুর মুক্ত হওয়ার আগে যুদ্ধে উপজেলার ২০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, পঙ্গু হন ২ জন এবং যুদ্ধে মারাত্তক ভাবে আহত হন ১৩ জন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পরবর্তী প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত