61909

ব্রাহ্মণপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক ওয়াজ, মিলাদ ও মাহফিল

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ব পোমকাড়া, ব্রাহ্মণপাড়া, আস্কর বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক ওয়াজ, মিলাদ ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপি’র চেয়ারম্যান শাহ্সূফী মাওলানা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ম.জি.আ.)।

ads

তিনি বলেন, সুন্নি-সূফীবাদী জনগণকে আর ঘরে বসে থাকলে হবে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তরিকাপন্থীদের কে এখন কারবালার চেতনা নিয়ে জেগে উঠতে হবে। তিনি বলেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। যেকোনো মূল্যে দেশের সকল সুন্নী পীর মাশায়েখ, আলেম-ওলামা ও সুন্নী-সুফিবাদি জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উগ্রবাদীরা গায়ের জোরে যত্রতত্র তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে গর্জে উঠতে হবে। এসব ধর্মীয় চরমপন্থীদের আস্ফালন বন্ধ না হলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ধর্মীয় সম্প্রীতির পক্ষের শক্তি কে এ দেশে সংখ্যালঘু প্রমানের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে বলেও মন্তব্য করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

ads

আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীর কেন্দ্রীয় মহাসচিব, আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত কেন্দ্রীয় পরিষদ এর প্রেসিডিয়াম সদস্য ও মইনীয়া আলমগীরিয়া দরবার শরিফ এর পীর সাহেব কেবলা খলিফায়ে দরবারে গাউছুল আযম আলহাজ্ব শাহসূফী শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরে ত্বরীকত সুন্নিয়তের রাহবার ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল্-আযহারী আল্-মাইজভান্ডারী। হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মাকসুদুর রহমান আল্-মাইজভান্ডারী। সম্মানিত খতিব, গাউছুল আযম জামে মসজিদ, মিরপুর-১, ঢাকা।

এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।

ad

পাঠকের মতামত