সিকো হাচিসনের বিদেশি বন্দর চুক্তি আইন অনুযায়ী পর্যালোচনা করবে চীন: মুখপাত্র
আন্তর্জাতিক ডেস্ক: আইন ও বিধান অনুসরণ করে সিকে হাচিসন হোল্ডিংস লিমিটেডের বিদেশি বন্দর সম্পদ বিক্রির বিষয়টি চীন সরকার পর্যালোচনা ও তদারকি করবে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং নিয়মিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, সিকে হাচিসন হোল্ডিংসের বিদেশি বন্দর-সম্পদ বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে একাধিকবার অবস্থান স্পষ্ট করেছে। চীন সরকার আইন অনুযায়ী এই প্রক্রিয়া পর্যালোচনা ও তদারকি করবে, ন্যায্য বাজার প্রতিযোগিতা বজায় রাখবে, সামাজিক জনস্বার্থ রক্ষা করবে এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ দৃঢ়ভাবে সুরক্ষিত রাখবে।
ads









