কুমিল্লায় শিশু-কিশোরদের অংশগ্রহণে লাইব্রেরি উদ্বোধন
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর পানপট্টিতে ১০৮ ফ্ল্যাটসম্বলিত ‘ভূইয়া হেরিটেজ’ অ্যাপার্টমেন্টে একটি অ্যাপার্টমেন্ট লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ‘আলোকিত বজ্রপুর’ এর উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা চৌধুরী, সংগঠক রফিকুল ইসলাম সোহেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাসুদ রানা চৌধুরী বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সবাইকে বিশেষ করে শিশু-কিশোরদের সহজে বই পড়ার সুযোগ করে দেওয়া।
তিনি আরও জানান, গত পাঁচ বছর ধরে ‘আলোকিত বজ্রপুর’ কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে লাইব্রেরি স্থাপন করছে, যেন বইপ্রেমীরা সহজে বই পেতে পারেন। এ ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৭টি সেলুনে, একটি বাস কাউন্টারে, একটি হাসপাতালে এবং একটি থানায় লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে অ্যাপার্টমেন্টের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের আশাবাদী করেছে। ‘আলোকিত বজ্রপুর’-এর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।








