কয়েক সপ্তাহের বিক্ষোভের পর বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক নীতি এবং দুর্নীতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তার সরকার ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি।
রয়টার্স জানিয়েছে, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির কয়েক মিনিট আগে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে রোজেন তার পদত্যাগের ঘোষণা দেন।
সরকারের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে রোজেন বলেন, ‘আমাদের জোট বৈঠক করেছে। আমরা বর্তমান পরিস্থিতি, আমাদের মুখোমুখি চ্যালেঞ্জ এবং আমাদের দায়িত্বশীলতার সঙ্গে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা হলো, সমাজ যে স্তর প্রত্যাশা করে, সেই স্তরে থাকা। জনগণের কণ্ঠস্বর থেকেই ক্ষমতার উৎপত্তি হয়।’
ধারাবাহিক বিক্ষোভের পর গতকাল রাজধানীসহ দেশটির আরও কয়েক ডজন শহরে হাজার হাজার বুলগেরিয়ান সমাবেশ করে। সমাবেশে স্থানীয় দুর্নীতির প্রতি জনসাধারণের হতাশা এবং দুর্নীতি নির্মূল করতে সরকারগুলোর ব্যর্থতা নিয়ে প্রতিবাদ জানানো হয়।
বুলগেরিয়ান সংবিধানের অধীনে, সীমিত ক্ষমতাপ্রাপ্ত প্রেসিডেন্ট এখন পার্লামেন্টের দলগুলোকে একটি নতুন সরকার গঠনের চেষ্টা করতে বলবেন। যদি তারা তা করতে অক্ষম হয়, তবে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য তিনি একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করবেন।








