60951

ইইউ: হাইব্রিড হুমকিকে ইউরোপের ‘নতুন বাস্তবতা’ হতে দেওয়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন, ইউরোপের বিরুদ্ধে অন্তর্ঘাত, সাইবার হামলা এবং চালকবিহীন বিমান (ড্রোন) অনুপ্রবেশের মতো হাইব্রিড আক্রমণ এখন ‘নিত্যনৈমিত্তিক ঘটনা’ হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই হুমকিকে জোটের জন্য ‘নতুন বাস্তবতা’ হিসেবে মেনে নেওয়া যাবে না। শুক্রবার বার্লিনে ইউরোপীয় গ্রুপ অব ফাইভ (ই৫) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজা কালাস বলেন, ‘হাইব্রিড হুমকির মোকাবিলা এবং প্রতিরোধ ব্যবস্থা পুনরুদ্ধারে আমাদের সম্মিলিতভাবে ও পদ্ধতিগতভাবে কাজ করতে হবে।’ তিনি ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক গতিশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

ads

কালাস আরও বলেন, ‘আমাদের যখন যেখানে প্রয়োজন, সেখানে সৈন্য ও সামরিক সরঞ্জাম সরানোর সক্ষমতা অর্জন করতে হবে।’ তিনি জানান, আগামী সপ্তাহে সামরিক চলাচলের জন্য রাস্তা, সেতু, সুড়ঙ্গ, রেলপথ এবং বিমানবন্দরের মতো অবকাঠামো উন্নত করার একটি পরিকল্পনা উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ইইউর এই গতিশীলতার পরিকল্পনা ন্যাটো জোটের প্রচেষ্টার পরিপূরক। তিনি বলেন, ‘আমরা ন্যাটোর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি যাতে কাজের পুনরাবৃত্তি না হয়, বরং আমরা অবদান রাখতে পারি।’ সদস্য রাষ্ট্রগুলোকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণের ওপরও গুরুত্বারোপ করেন কালাস, বিশেষ করে যৌথ উদ্যোগের মাধ্যমে বড় সরঞ্জাম কেনার ক্ষেত্রে এই প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান তিনি।

ads

ইউক্রেনের প্রতি ইইউর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে কাজা কালাস দেশটির জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদের জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘রাশিয়ার প্রায় ৯৩ শতাংশ লক্ষ্যবস্তুই বেসামরিক, তাই তাদের দেশ রক্ষার জন্য আরও আকাশ প্রতিরক্ষা এবং গোলাবারুদ প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া দেখাতে চায় যে তারা আমাদের চেয়ে বেশি সময় টিকে থাকতে পারে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে এটি সত্য নয়।’

ad

পাঠকের মতামত