60933

সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন শিল্পী আসিফ

বিনোদন ডেস্ক: সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। শুক্রবার (১৪ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ উৎসবের শেষ দিনে তিনি প্রবাসীদের গানে গানে মাতিয়ে তোলেন।

সৌদি সরকারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল হারমনি প্রোগ্রামে শুক্রবার রাতে প্রধান আকর্ষণ ছিলেন শিল্পী আসিফ আকবর।

ads

শিল্পী আসিফ আকবর উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য নিজের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। এ সময় প্রবাসী দর্শক-শ্রোতারা তার গান তুমুলভাবে উপভোগ করেন। শিল্পী আসিফ এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, একাকী গভীর রাতে, জীবন মানে বহতা নদী, ও প্রিয়া তুমি কোথায়, আকাশে তোর বাড়ি গেল দেখা দিলি না, এখনো মাঝে মাঝে মাঝ রাতে গভীর, এভাবে কি বেঁচে থাকা যায়, তুমি অপরূপা প্রভৃতি গান গেয়ে শোনান।

এর আগে শিল্পী আসিফ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সৌদি আরবে গানের আসরে আসতে পেরে আমি আনন্দিত। প্রবাসীদের বিনোদনের জায়গা খুব কম। তাই সৌদি সরকার এই উদ্যোগ নিয়েছে। আমি সৌদি সরকারকে ধন্যবাদ দিতে চাই।

ads

সৌদি আরবের রিয়াদে ১১ নভেম্বর থেকে শুরু হয় চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব। সৌদি সরকারের গ্লোবাল হারমনি উদ্যোগের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব রিয়াদ সিজন হিসেবে পরিচিত।

উৎসবের শেষ দিনে বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্যারেড শো’র আয়োজন করা হয়।

সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য সৌদি আরবের বাসিন্দাদের বৈচিত্র্যময় জীবনধারা, সামাজিক ও বিনোদনমূলক কার্যকলাপ, অর্থনীতিতে অবদান, সাফল্যের গল্প এবং সৌদি সমাজের সাংস্কৃতিক একত্রীকরণ তুলে ধরা।

সৌদি শহরগুলোতে জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারি-বেসরকারি খাতের প্রচেষ্টাকেও তুলে ধরা হবে। উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় এই ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে।

রিয়াদে এবার দ্বিতীয়বারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ বছর গ্লোবাল হারমনিতে ১৪টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিশর, উগান্ডা, ইয়েমেন, সুদান, সিরিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশ এবার গ্লোবাল হারমনিতে অংশ নিচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের উৎসব চলবে।

ad

পাঠকের মতামত