60862

ফিলিস্তিন রাষ্ট্রকে শক্তিশালী করতে ফ্রান্সের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ফিলিস্তিনের সংবিধান প্রণয়নে সহায়তার জন্য একটি যৌথ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই পরিকল্পনার কথা জানান। মাক্রোঁ উল্লেখ করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে শক্তিশালী করতে আইনি, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে এই কমিটি কাজ করবে।

এলিসি প্রাসাদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে স্বাগত জানাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
সংবাদ সম্মেলনে মাক্রোঁ বলেন, ‘আমরা একসঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের সুসংহতকরণের জন্য একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি একটি নতুন সংবিধান প্রণয়নে অবদান রাখবে। সংবিধানের একটি খসড়া প্রেসিডেন্ট আব্বাস আমার কাছে উপস্থাপন করেছেন।’ ফিলিস্তিনি প্রেসিডেন্ট জানান, তিনি সাংবিধানিক কমিটি দ্রুত প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছেন।

ads

এদিকে পশ্চিম তীরের যেকোনো ধরনের সংযুক্তিকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করে সতর্ক করেছেন মাক্রোঁ। তিনি বলেন, যদি ইসরায়েল আইনি বা বাস্তবিকভাবে আংশিক বা সম্পূর্ণভাবে পশ্চিম তীরকে সংযুক্ত করার চেষ্টা করে, তাহলে ফ্রান্স তার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও বলেন, ‘ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং বসতি স্থাপন প্রকল্পের ত্বরান্বিতকরণ নতুন উচ্চতায় পৌঁছেছে, যা পশ্চিম তীরের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।’

গাজা উপত্যকায় মানবিক সহায়তার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গাজাজুড়ে মানবিক সহায়তার নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।

ads

অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার যুদ্ধবিরতি চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া যুদ্ধবিরতি বজায় রাখতে, জিম্মি ও বন্দীদের মুক্তি দিতে, মানবিক সহায়তা প্রদান করতে এবং গাজার যুদ্ধপরবর্তী পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা একত্রিত করতে ‘অক্লান্ত প্রচেষ্টার’ জন্য মিশর, কাতার এবং তুরস্ককেও ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।

ad

পাঠকের মতামত