60185

‘শান্তির সময় এসেছে’: গাজা যুদ্ধ স্মরণে বিশ্ব নেতাদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: সাতই অক্টোবর। ২০২৩ সালের এই দিনে ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ১২০০ জন নিহত হয়েছিলেন। এছাড়া হামাসের সদস্যরা প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার জেরে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর পেরিয়ে গেছে দু’টি বছর। দীর্ঘ এই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার দুই বছর পূর্তিতে বিশ্বজুড়ে নেতারা শান্তির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। একই সঙ্গে তারা জিম্মিদের মুক্তির দাবিও জানিয়েছেন।

ads

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসে এক বিবৃতিতে বলেন, ‘শান্তির সময় এসেছে।’ তিনি হামাসকে আহ্বান জানান, ‘অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিন এবং অস্ত্র নামিয়ে রাখুন।’

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, সুইডিশ ইহুদিরা যেন জানেন- ‘আমরা আপনাদের পাশে আছি।’ তিনি যোগ করেন, ‘সুইডেন সর্বদা ইহুদিদের জন্য নিরাপদ দেশ হওয়া উচিত।’

ads

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হামাসের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই গোষ্ঠী ‘মানবতার বিরোধী’, যারা ‘অকল্পনীয় নিষ্ঠুরতার এক দুঃস্বপ্নকে বাস্তবে পরিণত করেছে।’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এক্সে লিখেছেন, চলমান আলোচনাগুলো ‘লড়াইয়ের অবসান, জিম্মিদের মুক্তি এবং গাজাবাসীদের মানবিক সহায়তা দেওয়ার সুযোগ তৈরি করেছে।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জিম্মিদের ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান জানান।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইহুদি-বিরোধিতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘এমন এক বিভীষিকা আর কখনো ঘটতে দেওয়া যাবে না।’

ad

পাঠকের মতামত