59910

ঈদে মিলাদুন্নবী উদযাপনে আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লার বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক: প্রতি বৎসরের ন্যায় এবারও আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুমিল্লা নগরীর উত্তর চর্থা হাজী বাড়ি রেজা শাহ্ বোগদাদী (রঃ) দরবার শরীফ প্রাঙ্গণ, বড় পুকুরপাড় কবরস্থান সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণ ও নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড জুলুস বের হয়ে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে জমায়েত হবে। পরে উন্মুক্ত মঞ্চে আলোচনা, মিলাদ কেয়াম ও মুনাজাত অনুষ্ঠিত হবে।

ads

মুনাজাত শেষে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য জুলুস বের হয়ে কান্দিরপাড়, একে ফজুলহক রোড, রাজগঞ্জ ও বজ্রপুর ইউসুফ হাই স্কুল হয়ে দারোগাবাড়ী হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী দরবার শরীফে গিয়ে মাজার জিয়ারত করবে। মাজার জিয়ারত শেষে জুলুসটি মুন্সেফ বাড়ী হয়ে উত্তর চর্থা হজরত রেজা শাহ বোগদাদী মাজার প্রাঙ্গণে গিয়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ads
ad

পাঠকের মতামত