
সঞ্জরি গ্রুপ এবং সৌদি চায়না টাউন গ্রুপের যৌথ বিনিয়োগে সঞ্জরি ক্যাটারিং
নিউজ ডেস্ক: মক্কায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত সঞ্জরি ক্যাটারিং এর উদ্বোধন শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয়। সঞ্জরি গ্রুপের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা খালেদ সাইফুল্লাহ, সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান চায়না টাউন গ্রুপের চেয়ারম্যান তৌফিক আল-জাহারানি, সৌদি আরবের আলতাকুয়া গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সুমন, সঞ্জরি গ্রুপের ডিরেক্টর মাইনুল ইসলাম মুন্না এবং মক্কা চেম্বার এন্ড কমার্সের প্রতিনিধিরা সহ সৌদি আরব ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সৌদি আরবে বাংলাদেশী প্রতিষ্ঠান ও সৌদি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিনিয়োগে প্রতিষ্ঠিত সঞ্জরি ক্যাটারিং এর মাধ্যমে হয়েছে স্থানীয় সৌদি নাগরিক ও সৌদি প্রশাসনের কাছে যে বার্তা পৌঁছেছে এতে করে সৌদি আরবে কর্মরত প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশিদের মর্যাদা এবং সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেকখানি উপরে নিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন, তিনি আরও বলেন সৌদি আরবে বাংলাদেশীরা সাধারণ শ্রমিক হিসাবে থাকলেও এখন বিনিয়োগকারী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
সঞ্জরি গ্রুপের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ সৌদি আরবে বাংলাদেশীদের নিজস্ব কোন ক্যাটারিং না থাকায় দীর্ঘদিন যাবত বাংলাদেশ থেকে আগত হজ ও ওমরা যাত্রীরা দেশীয় খাবারের যে সমস্যা ছিল সঞ্জরি ক্যাটারিং এর মাধ্যমে সৌদি আরবে আগত বাংলাদেশীদের বিশেষ করে হজযাত্রীদের দেশীয় খাবারের সমস্যা তা অনেকাংশে কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, এই প্রতিষ্ঠানে ৯৮ ভাগ বাংলাদেশী কাজ করবেন এবং এই কর্মস্থানের মাধ্যমে দেশে বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে সহায়ত করবে বলে মন্তব্য করেন।
এছাড়া সঞ্জরি গ্রুপ মক্কা, মদিনায় আবাসিক হোটেলসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগর মাধ্যমে দেশটিতে বাংলাদেশীদের সুনাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।