
বরুড়ায় দুই কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা
নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব আয়োজিত বরুড়া উপজেলা দুই কর্মকর্তা র বদলি জনিত কারণে উপজেলা নির্বাচন অফিসার ওসমান গণি ও উপজেলা পল্লী সঞ্জয় ব্যাংকের কর্মকর্তা মহিন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় দুই কর্মকর্তাকে ফুল ও সম্মাননা কেস্ট দিয়ে বিদায় ও সংবর্ধনা জানান।
বুধবার (৩০ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে ও বরুড়া উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার সঞ্চলনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার শাহ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু, যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা কৃষিকর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
উপজেলা পল্লী সঞ্জয় ব্যাংকের কর্মকর্তার মহিন উদ্দিন তার বিদায় বক্তব্যে বলেন, এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন বরুড়ায় ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওসমান গণি বলেন, কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।