ট্রাম্পকে ইউরোপের সাথে থাকার আহ্বান জার্মান চ্যান্সেলরের
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইউরোপীয়দের সাথে থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস৷
ইটালির রাজধানী রোমে অনুষ্ঠিত দুইদিনব্যাপী ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ এই আহ্বান জানান জার্মান চ্যান্সেলর৷ মূলত ইউক্রেনের পুনর্গঠনের জন্য বেসরকারি ও রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে ইটালিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ ইউবরোপের বিভিন্ন দেশের নেতারা সম্মেলনে উপস্থিত রয়েছেন৷
ওয়াশিংটন ডিসি এবং ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জার্মান চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, ‘‘আমাদের সাথে থাকুন, ইউরোপিয়ানদের সাথে থাকুন, আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বে একটি স্থিতিশীল রাজনৈতিক অকস্থার সন্ধান করছি৷’’
সম্মেলনে রাশিয়ার প্রেসডেন্ট ভ্লাদিমির পুটিনকে উদ্দেশ্য করেও বার্তা দেন চ্যান্সেল মার্ৎস৷ তিনি বলেন, ‘‘আমরা হাল ছাড়ব না৷’’










