
সাংবাদিক নেকবর হোসেন এর পিতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক নেকবর হোসেন এর বাবা বিশিষ্ট সমাজসেবক মো. আবুল হোসেন এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর।
মো.আবুল হোসেন ২০১৩ সালের ৩০ নভেম্বর ৬৪ বছর বয়সে দুনিয়ার সকল মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে চলে যান। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এর ১৩নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং কর্মজীবনে ব্যবসায়ী ছিলেন। দক্ষিন চর্থার স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থানসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে অনেক অবদান রয়েছে তার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিববারে পক্ষ থেকে এলকায় বিভিন্ন মসজিদ, মাদরাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া এতিমখানাতে ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হবে।
এছাড়াও সমাজসেবামূলক সংস্থা মুভ ফর চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। প্রয়াত মো.আবুল হোসেনের রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।