62442

সৌদি সংলাপ উদ্যোগকে স্বাগত জানাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তি সৌদি আরবের সংলাপের আহ্বানকে স্বাগত জানিয়েছে। এতে দেশটির দক্ষিণে সাম্প্রতিক সহিংসতা প্রশমনের আশা জেগেছে এবং ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে প্রকাশ্য যে মতবিরোধ দেখা দিয়েছিল, তা কমার ইঙ্গিত মিলছে।

ইউএই-সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, সৌদি উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক সংলাপের সুযোগ, যা দক্ষিণ ইয়েমেনের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা রক্ষায় সহায়ক হতে পারে। এসটিসির এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে, যখন গত মাসে হাদরামাউত ও পূর্বাঞ্চলীয় আল-মাহরাহ প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখলকে কেন্দ্র করে ইয়েমেন সরকার ও এসটিসির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল।

ads

সৌদি আরব ওই অঞ্চলগুলোকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে আসছে। কারণ, এগুলো দেশটির সীমান্তের কাছাকাছি এবং ইয়েমেনের অবশিষ্ট জ্বালানি সম্পদের একটি বড় অংশ এখানেই অবস্থিত। সাম্প্রতিক সময়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে এসটিসির নিয়ন্ত্রণে থাকা একাধিক এলাকা পুনর্দখল করা হয়েছে।

এই অগ্রগতির ফলে দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের যে পরিকল্পনা এসটিসি ঘোষণা করেছিল, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে, সৌদি-সমর্থিত বাহিনী ও তাদের মিত্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব অভিযোগ তুলে এসটিসি আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

ads

এদিকে সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতির নতুন করে অবনতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। এর মধ্যেই ইয়েমেনের সৌদি-সমর্থিত প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি সব পক্ষকে নিয়ে শান্তি আলোচনা আয়োজনের জন্য রিয়াদে সম্মেলন বসানোর প্রস্তাব দেন।

ad

পাঠকের মতামত