62416

নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

ads

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের ভূমিকা দৃশ্যমান নয় বলে অভিযোগ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টার ও ব্যানারের অবৈধ ব্যবহারসহ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কমিশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলেও মন্তব্য করেন তিনি।

মনোনয়ন বৈধ ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজ আমাদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপে উত্তরণ করতে যাচ্ছি।

ads

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, তাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে। যেমন- জাতীয় পার্টি সারা দেশে প্রার্থী দিচ্ছে, যা তাদের উদ্বিগ্ন করছে। পাশাপাশি তারা এখনও ব্রিটিশ কলোনিয়াল আমলের মতো আমলাতান্ত্রিক জটিলতা দেখছেন। গত ১৫ বছরে ‘ডিজিটাল বাংলাদেশ’ বলা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন তারা দেখেননি।

এনসিপির এ নেতা বলেন, ঢাকা-৮ এলাকায় আমরা একটি নীতিনির্ভর ও সুষ্ঠু নির্বাচন আশা করি। এখানে পেশিশক্তি কিংবা মাফিয়াতন্ত্রের মহড়া হবে না এটাই আমাদের প্রত্যাশা। তবে নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কর্মীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। প্রশাসন যদি আরও সক্রিয় ভূমিকা পালন করে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা লক্ষ্য করা গেছে। তবে দেশের বিভিন্ন স্থানে ঋণখেলাপিসহ নানা আপত্তির বিষয় এখনও নিষ্পত্তি হয়নি বলে তিনি দাবি করেন।

জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে জোট থাকা সত্ত্বেও কিছু আসনে একাধিক প্রার্থী থাকার বিষয়ে প্রশ্ন উঠলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এসব বিষয়ে সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে এ নেতা বলেন, তিনি একাধিকবার এমপি হয়েছেন ঠিকই, তবে তার জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি। ইনশাআল্লাহ, এবার শাপলা প্রতীকই বিজয়ী হবে।

সারা দেশে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সংখ্যা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, আমরা মোট ৪৭টি আসনে মনোনয়ন দিয়েছিলাম। একটি মনোনয়ন দেরিতে জমা দেওয়ায় গ্রহণ হয়নি। বাকিগুলো গ্রহণ হয়েছে। আমরা সংখ্যা বাড়ানোর জন্য প্রার্থী দেইনি। যে সব আসনে জয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে, সেগুলোতেই মনোনয়ন দিয়েছি।

ad

পাঠকের মতামত