মনোনয়ন যাচাই শেষে জি এম কাদেরসহ ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ
নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৩ (সদর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ত্রুটি ও অসম্পূর্ণতার কারণে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ কার্যক্রমে সভাপতিত্ব করেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়কর সংক্রান্ত নথি, সম্পদ বিবরণী, নাগরিকত্বের প্রমাণ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধের কাগজপত্রসহ নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। নির্ধারিত সব শর্ত পূরণ করায় সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নুর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।











