62395

প্রথমবারের মতো অভিনয়ে এ আর রহমান

বিনোদন ডেস্ক: ভারতের সংগীত জগতের প্রিয়মুখ এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে তিনি জিতে নিয়েছেন অস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য পুরস্কার ও বিভিন্ন দেশের সম্মাননা। নতুন বছরের শুরুতে দর্শকদের নতুন খবর দিয়েছেন এই সংগীত পরিচালক।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি।

ads

কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমা পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, রহমান শুরুতেই ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন। গান রেকর্ডিংয়ের পর তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত শুনে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা। সবমিলিয়ে দর্শককে চমকে দেয়ার মতো বেশ কিছু দৃশ্য এই সিনেমায় অপেক্ষা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য দর্শকদের আগামী মে মাস অপেক্ষা করতে হবে।

ads
ad

পাঠকের মতামত