গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন
নিউজ ডেস্ক: বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন জানান, তার বাবা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, ‘বর্তমানে বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’ একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ড. কামাল হোসেন বিভিন্ন জাতীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। গত বুধবার তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন। ওই জানাজার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানা গেছে।
বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে ড. কামাল হোসেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এ ছাড়া বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে উদ্বেগ দেখা দিয়েছে।











