62392

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শুক্রবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।

যাচাই বাছাই শেষে কক্সবাজার-১ আসনে মনোনয়ন জমা দেওয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদেরসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ads

এসময় দাখিল করা মনোনয়ন পত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তবে বাতিল হওয়া এসব প্রার্থীগণ ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

ads
ad

পাঠকের মতামত